Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৬ August ২০২৪

পরিচিতি ও কার্যাবলি

শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট, মৈত্রী শিল্পের পরিচিতি ও কার্যাবলি

পরিচিতি

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়াধীন শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট, মৈত্রী শিল্প প্রতিবন্ধীবান্ধব একটি প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানের আওতায় দেশ সেরা বোতলজাত বিশুদ্ধ মুক্তা পানি ও মৈত্রী প্লাস্টিক পণ্য উৎপাদন ও বিপণন করা হয়। এ উৎপাদন ও বিপণন প্রক্রিয়ার সাথে যে সকল কর্মকর্তা/কর্মচারী জড়িত রয়েছেন তাদের সিংহভাগই প্রতিবন্ধী। এ প্রতিষ্ঠানের  একটি অনন্য বৈশিষ্ট্য হচ্ছে প্রতিবন্ধীদের দ্বারা উৎপাদিত মুক্তা বোতলজাত বিশুদ্ধ পানি ও মৈত্রী প্লাস্টিক পণ্যের বিক্রয়লব্ধ সমুদয় আয় প্রতিবন্ধীর কল্যাণেই ব্যয় করা হয়ে থাকে।

প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনমান উন্নয়ন ও অধিক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে  সমাজকল্যাণ মন্ত্রণালয়াধীন মৈত্রী শিল্পের আধুনিকায়ন ও সম্প্রসারণে “শারীরিক প্রতিবন্ধীদের জন্য উন্নয়ন ও আধুনিকায়ন” শীর্ষক উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হয়।  মৈত্রী শিল্পের আমূল পরিবর্তন ও সংস্কারের মধ্য দিয়ে শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট, মৈত্রী শিল্প আজ রুগ্ন শিল্প হতে একটি প্রতিবন্ধীবান্ধব,আধুনিক,উন্নত ও লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।

 

মৈত্রী শিল্পের বর্তমান উৎপাদন কার্যক্রম প্রধানত দুটি ভাগে বিভক্তঃ
মুক্তা ড্রিংকিং ওয়াটারঃ
বর্তমান সরকারের সহায়তায় মৈত্রী শিল্পের উন্নয়ন ও আধুনিকায়নে প্রকল্পের আওতায় মুক্তা ড্রিংকিং ওয়াটার অটোমেটিক প্লান্ট স্থাপন করা হয়। মুক্তা বোতলজাত পানি এই অত্যাধুনিক অটোমেটিক মেশিন দ্বারা ১১ টি ধাপে রিভার্স অসমোসিস পদ্ধতিতে পরিশোধিত হয়। উৎপাদন কাজে নিয়োজিত ব্যক্তিবর্গের সার্বক্ষণিকভাবে হাইজেনিক চেক, পরিষ্কার- পরিছন্নতা ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করা হয়। প্রতি ব্যাচে উৎপাদিত মুক্তা বোতলজাত পানি ল্যাবরেটরিতে পরীক্ষা ও গুণগত মান নিয়ন্ত্রন করা হয়ে থাকে। মুক্তা বোতল জাত বিশুদ্ধ পানির মিনারেল কম্পোজিশন বাজারের প্রচলিত অন্যান্য বোতলজাত পানির তুলনায় ভারসাম্যপূর্ণ যা মানবদেহের জন্য সম্পূর্ণ নিরাপদ ও স্বাস্থ্যসম্মত।

মৈত্রী প্লাস্টিক সামগ্রীঃ
মৈত্রী শিল্পে প্লাস্টিক পণ্য সামগ্রী উৎপাদন বিভাগে দৈনন্দিন ব্যবহার্য ১২০ টি প্লাস্টিক পণ্য যেমন চেয়ার ,গামলা, থালা, বাটি, গ্লাস, বিভিন্ন সাইজের ঢাকনাযুক্ত কন্টেইনার, ডবল কালার স্যুপ বাটি, কোট হ্যাঙ্গার, টিফিন, বক্স, ঝুড়ি ,প্লাস্টিক ট্রে, বেবি বাস্কেট ডিনার ট্রে, সালাদ বাটি ইত্যাদি দৈনন্দিন ব্যবহারযোগ্য পণ্য তৈরি করা হচ্ছে। বিভিন্ন ধরনের কম্পিউটারাইজড সেমি অটোমেটিক মেশিন এর মাধ্যমে ফুড গ্রেড কাঁচামালে সকল পণ্য তৈরি করা হয় যা আন্তর্জাতিক মানসম্পন্ন ও স্বাস্থ্যসম্মত। প্রতিবন্ধীদের দ্বারা উৎপাদিত এসকল প্লাস্টিক সামগ্রী মৈত্রী ব্র্যান্ড নামে সাধারণ ভোক্তা, বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান ও সরকারি প্রতিষ্ঠান সমূহের চাহিদা অনুযায়ী সরবরাহ করা হয়ে থাকে।