Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৮ সেপ্টেম্বর ২০২৪

জনাব মোঃ সেলিম খান

জনাব মোঃ সেলিম খান, নির্বাহী পরিচালক (অতিরিক্ত সচিব), শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট, মৈত্রী শিল্প ,বিক্রমপুরের এক সম্ভ্রান্ত বাঙালী মুসলিম পরিবারে জন্মগ্রহন করেন।
চুড়াইন তারিনীবামা উচ্চ বিদ্যালয়, ঢাকা থেকে এস. এস. সি ও সরকারী তিতুমীর কলেজ, ঢাকা থেকে কৃতিত্বের সাথে বোর্ড
মেধাবৃত্তি সহ এইচ. এস. সি পাশ করে জনাব সেলিম ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। তিনি ১৮ তম বিসিএস পরীক্ষার মাধ্যমে বিসিএস প্রশাসন ক্যাডারে যোগদান করেন।
চাকুরি জীবনে তিনি মাঠ পর্যায়ে নীলফামারী, ধামরাই ঢাকা, বরগুনা ও ঠাকুরগাঁয়ে যথাক্রমে সহকারী কমিশনার ও ম্যাজিস্ট্রেট, সহকারী কমিশনার (ভূমি), উপজেলা নির্বাহী অফিসার, প্রধান নির্বাহী কর্মকর্তা পদে এবং সিনিয়র সহকারী সচিব,উপসচিব ও যুগ্মসচিব হিসেবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, শিল্প,
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়,আইসিটি বিভাগ ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।
জনাব সেলিম অবসরে বই পড়েন, গান শুনেন, প্রকৃতির ছবি তুলতে ও ভ্রমণ করতে ভালবাসেন। ক্রিকেট ও ফুটবল তাঁর প্রিয় খেলা। বাগান করা ও প্রকৃতির প্রতি রয়েছে তাঁর অশেষ ভালো লাগা। ছোটবেলা থেকেই রয়েছে লেখালেখির প্রতি বিশেষ ঝোঁক।
পেশাগত কারণে বিভিন্ন সেমিনার, সিম্পোজিয়াম ও প্রশিক্ষণের প্রয়োজনে তিনি  থাইল্যান্ড, নেপাল,ভারত, জাপান, সিঙ্গাপুর, চীন, কুয়েত,
স্কটল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র ভ্রমণ করেন।
জনাব মোঃ আলম খান এবং তহুরন নেসা দম্পতির কনিষ্ঠ সন্তান জনাব মোঃ সেলিম খান ব্যক্তিগত জীবনে বিবাহিত এবং ১ কন্যা এবং ১ পুত্র সন্তানের জনক। চাকুরি জীবনে পেশাদারিত্ব, দেশাত্মবোধে 
উদ্বুদ্ধ  এ কর্মকর্তা দেশ ও মানুষের জন্য নিরন্তন সেবা প্রদানকে জীবনের ব্রত হিসেবে বিবেচনা করেন।